× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমায় ‘তারুণ্যের উৎসব–২০২৫’ উপলক্ষে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

উবাসিং মারমা রুমা প্রতিনিধি।

৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:২৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বান্দরবানের রুমা উপজেলায় এসো দেশ বদলাই পৃথিবী বদলাই  “তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুব সমাজের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে আজ (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার তরুণ-তরুণী, উদ্যোক্তা ও যুব সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার উপপরিচালক জনাব মোঃ এনায়েত করিম,  বান্দরবান পার্বত্য জেলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা থানার অফিসার (ইনচার্জ)  মানস বড়ুয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এমদাদুল হক শরীফ। বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা, সহিংসতা পরিহার এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বপূর্ণ। 

সভায় অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ কার্যক্রমকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করার দাবি জানান। উল্লেখ্য, উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.