× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুর-২ আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মো: তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর

৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ (মতলব দক্ষিণ-মতলব উত্তর) আসন থেকে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত চাঁদপুর জেলা রিটার্নিং অফিস, মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ২০ জন প্রার্থী।

চাঁদপুর -২ আসন থেকে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ড. জালাল উদ্দিন, বিএনপির বিদ্রোহী ৩ জন (স্বতন্ত্র) প্রার্থী এম এ শুককুর পাটোয়ারী, তানভীর হুদা ও ডা. মাহবুব আহমেদ শামীম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা:আবদুল মোবিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মানছুর আহমেদ সাকী,জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া, নাগরিক ঐকের এনামুল হক , এলডিপির বিল্লাল হোসেন মিয়াজী, এবি পার্টির রাশিদা আক্তার মিতু,গণঅধিকার পরিষদের বি এম গোলাপ হোসেন, স্বতন্দ্র (এনসিপি বিদ্রোহী) ফয়েজুন্নুর আখন রাসেল, বাংলাদেশ লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার।

জানা যায়, চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার,মতলব দক্ষিণ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম এবং মতলব উত্তর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির নিকট বিভিন্ন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে এর আগে ঘোষনা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন চাঁদপুর-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ইসরাত জাহান বিন্দু ও গণঅধিকার পরিষদের বিদ্রোহী প্রার্থী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন সুমন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.