× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমায় বম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

উবাসিং মারমা রুমা প্রতিনিধি

৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:০৭ পিএম । আপডেটঃ ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:১৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বান্দরবান জেলার রুমা উপজেলায় বম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বম জাতির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক শিক্ষাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “শিক্ষাই জাতির মেরুদণ্ড”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় শিক্ষার গুরুত্ব, শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মেহেদী সরকার, পিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার পাড়া আর্মি ক্যাম্প, ৩৬ বীর, রুমা জোনের ক্যাম্প কমান্ডার অসির আদিব ওয়াসির। এছাড়াও উপস্থিত ছিলেন বম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি লালরি থাং বম, বিসিবি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লাললিয়ান সম সাইলুক, সাবেক ভাইস চেয়ারম্যান থাংখালিয়ান বমসহ বিভিন্ন সম্প্রদায়ের শতাধিক শিক্ষার্থী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সভাপতির বক্তব্যে বম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি লালরি থাং বম বলেন, “একটি জাতির টেকসই উন্নয়নের প্রধান ভিত্তি হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকশিত হয়, যা ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান।


প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোঃ মেহেদী সরকার (পিএসসি) বলেন, “আমি একটি সম্ভাবনাময় প্রজন্ম দেখতে চাই। তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। আজকের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে উঠতে হবে, যেন তারা আগামী দিনে সমাজ ও জাতির জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, “সেনাবাহিনীর মূল লক্ষ্য হলো দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস, সহিংসতা ও অপরাধ নির্মূল করা। আমরা সবসময় শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতার পক্ষে।”


রুমা উপজেলা প্রসঙ্গে তিনি বলেন, “রুমা আমার কাছে শুধু একটি প্রশাসনিক এলাকা নয়, এটি আমার আপন ঘর। এই উপজেলার মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা।


কেএনএফ প্রসঙ্গে তিনি বলেন, যারা এখনো জঙ্গলে অবৈধ অস্ত্র হাতে রয়েছে, তারা যদি সহিংসতার পথ ছেড়ে শান্তিপূর্ণ জীবনে ফিরে আসতে চায়, তবে সেনাবাহিনী তাদের সর্বাত্মক সহযোগিতা করবে। “ভয়ের নয়, আশার পথে এগিয়ে এসে একটি সুন্দর ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলুন,”—বলে তিনি আহ্বান জানান।


আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের শিক্ষামূলক আলোচনা সভা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও সচেতনতা বাড়াবে এবং ভবিষ্যৎ জীবন গঠনে সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা জোগাবে।


সভা শেষে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই সেট, স্কুলব্যাগ ও সাইকেল বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.