× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ, এলাকায় আতঙ্ক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:০৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সাইফুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজ কাকারা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ মঙ্গলবার ভোরে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, সোমবার দিবাগত রাতে একটি মামলার আসামি হিসেবে সাইফুল ইসলামকে গ্রেফতার করতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। তবে তাকে বাড়িতে না পেয়ে পুলিশ ফিরে যায়। পুলিশের চলে যাওয়ার অল্প সময়ের মধ্যেই হেলমেট পরিহিত ১০–১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী বাড়িতে হানা দেয়। পরে বাড়ির পেছন দিক দিয়ে ধাওয়া করে সাইফুল ইসলামকে ধরে পাশের একটি বিলে নিয়ে যায়। সেখানে নির্মমভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত সাইফুল ইসলাম পশ্চিম মাইজ কাকারা গ্রামের মৃত শাহ আলমের পুত্র। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাজধানী পাড়ায় বসবাস করতেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি চকরিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভা যুবদল আহ্বায়ক অ্যাডভোকেট মনোহর আলম।

পরবর্তীতে কয়েক বছর আগে তিনি নিজ এলাকা কাকারা ইউনিয়নের পশ্চিম মাইজ কাকারায় স্বপরিবারে বসবাস শুরু করেন।

নিহতের স্ত্রী রিনা আক্তার অভিযোগ করে বলেন, প্রতিবেশী নুরুল ইসলামের সঙ্গে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে কয়েকদিন আগে প্রতিপক্ষ আমজাদ হোসেনদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তার স্বামী সাইফুল ইসলাম।

তিনি আরও জানান, নুরুল ইসলাম এক লক্ষ টাকার লোভ দেখিয়ে তার স্বামীকে মিথ্যা সাক্ষ্য দিতে চাপ দেন। কিন্তু সাইফুল ইসলাম তাতে রাজি না হওয়ায় তাকে ওই মামলায় আসামি করা হয়। সেই মামলার সূত্র ধরেই পুলিশ সোমবার রাতে তাকে গ্রেফতার করতে বাড়িতে আসে।

স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেন, পুলিশ চলে যাওয়ার পরপরই সশস্ত্র সন্ত্রাসীরা হেলমেট পরে এলাকায় প্রবেশ করে এবং সাইফুল ইসলামকে খুঁজতে আশপাশের কয়েকটি বাড়িতে জোরপূর্বক তল্লাশি চালায়। এ সময় কয়েকটি বাড়ি থেকে মূল্যবান মালামাল লুটের অভিযোগও ওঠেছে। পুরো ঘটনায় এলাকায় রাতভর চরম আতঙ্ক বিরাজ করে।

এ বিষয়ে অভিযুক্ত নুরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি ও বাড়ির ফটকে তালা ঝুলতে দেখা যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, মামলার আসামি হিসেবে সাইফুল ইসলামকে গ্রেফতার করতে পুলিশ তার বাড়িতে গিয়েছিল—এটি সত্য। তবে তাকে পাওয়া না যাওয়ায় পুলিশ ফিরে আসে। এরপর কী ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার ভোরে মরদেহ উদ্ধারের পর সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.