× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে পবিপ্রবির প্রো-ভিসি ড. হেমায়েত জাহানের শোক

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ

৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:১৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

আপসহীন নেতৃত্বের প্রতীক, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

এক শোকবার্তায় তিনি বলেন, ভোর ৬টায় বেগম খালেদা জিয়ার ইন্তেকাল শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র জাতির জন্য এক গভীর শোকের বার্তা নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে অসুস্থতা ও শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে তাঁর এই প্রস্থান বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের পরিসমাপ্তি ঘটিয়েছে।

ড. হেমায়েত জাহান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন সংগ্রামের প্রতীক, গণতন্ত্র পুনরুদ্ধারের এক দৃঢ় কণ্ঠস্বর এবং নারী নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত। সামরিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাষ্ট্র পরিচালনায় দৃঢ়তা, আত্মমর্যাদা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন।

শোকবার্তায় তিনি আরও বলেন, একজন স্ত্রী, একজন মা ও একজন রাষ্ট্রনায়ক—সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন কোটি মানুষের আস্থার প্রতীক। ব্যক্তিগত বেদনা, রাজনৈতিক প্রতিকূলতা ও দীর্ঘ রোগভোগ সত্ত্বেও তিনি কখনো আপস করেননি, কখনো মাথা নত করেননি। তাই তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি একটি আদর্শ ও অদম্য মনোবলের নাম।

তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহীকে এই গভীর শোক সইবার শক্তি দান করেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.