× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়ার মৃত্যুতে নলছিটিতে ব্যবসায়ীদের গভীর শোক ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

‌মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:১৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বিএনপির  চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে  সরকার ৩১ ডিসেম্বর বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা  করেছে। আপোষহীন এ দেশনেত্রীর মৃত্যুতে ঝালকাঠি জেলার নলছিটির সর্বস্তরের মানুষ গভীরভাবে শোকাহত। এরই ধারাবাহিকতায় নলছিটি পৌরশহরের স্থানীয় ব্যবসায়ীরা মঙ্গলবার ৩০ ডিসেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের সকল ধর‌নের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান (শুধু শহরের তিনটি ওষুধের দোকান ছাড়া) বন্ধ রেখে শোক পালন করেছেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর ১ টার দিকে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে এ শোক পালন সম্পর্কে ব্যবসায়ী ও জনসাধারণকে অবহিত করে ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী দুপুর ২টা থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান,  বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন দেশনেত্রী এবং সত্যিকারের একজন দেশ প্রেমিক। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশের অংশ হিসেবে আমরা ব্যবসা প্রতিষ্ঠান ৪ ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এবিষয়ে শহরের ব্যবসায়ী ও ভলান্টিয়ার্স অফ নলছিটির আহবায়ক মো. শহাদাত আলম ফকির বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন- তিনি ছিলেন দেশের সকল মানুষের (জনগণের) নেত্রী। আপোষহীন এ দেশনেত্রী আধিপত্যবাদের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন। তার মৃত্যুতে দেশবাসীর পাশাপাশি আমরা গভীরভাবে শোকাহত। এজন্য শহরের ব্যবসায়ীদের সর্বসম্মত সিদ্ধান্তে মঙ্গলবার ৩০ ডিসেম্বর দুপুর ২ (দুইটা) থেকে সন্ধ্যা ৬ (ছয়টা) পর্যন্ত (শুধু শহরের তিনটি ওষুধের দোকান ছাড়া ) সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং মানুষের জরুরি প্রয়োজন বিবেচনা করে  শহরের শুধু তিনটি ওষুধের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.