× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেকারত্ব ঘোচাতে গরুর ফার্ম, এক রাতেই ১২টি গরু ডাকাতি, খামারির সর্বস্ব লুট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:২২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গরুর ফার্মে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এক রাতেই ১২টি গরু ডাকাতি করে নিয়ে গেছে ১৮–২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল। তবে একটি গরু দৌড়ে পালিয়ে যাওয়ায় সেটি ডাকাতদের হাত থেকে রক্ষা পায়। ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্যম বাঁশবাড়িয়া এলাকায়।

ভুক্তভোগী খামার মালিক ইসমাইল সাংবাদিকদের জানান, সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এন আই ডেইরি ফার্মে ডাকাত দল হানা দেয়। তারা টিনের বেড়া কেটে ফার্মে প্রবেশ করে প্রথমে ইসমাইলের কক্ষে ঢুকে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। এরপর হাত-পা বেঁধে মোবাইল ফোন কেড়ে নেয় এবং চিৎকার করলে জবাই করার হুমকি দেয়।

এসময় ডাকাত দলের অন্য সদস্যরা ফার্মের গরুগুলোর রশি কেটে ট্রাকে তোলে। একটি গরু দৌড়ে দূরে চলে যাওয়ায় সেটি নিতে পারেনি তারা। একই সময়ে ফার্মের পাশের একটি চা দোকানের দোকানদার মানুষের আওয়াজ পেয়ে বাইরে বের হলে তাকেও ধরে জিম্মি করা হয়। একপর্যায়ে তার হাত-পা বেঁধে পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। তিনি কোনোমতে পুকুরের অন্য পাড়ে উঠে প্রাণে রক্ষা পান।

ডাকাত দল ট্রাকভর্তি গরু নিয়ে পালিয়ে যাওয়ার পর ভুক্তভোগীরা ৯৯৯ নম্বরে ফোন করলে প্রায় ২০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিভিন্ন সড়কে তল্লাশি চালানো হলেও ডাকাতদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফার্মের অপর মালিক নজরুল ইসলাম জানান, জমি বিক্রি ও ব্যাংক ঋণ নিয়ে তারা দুজন মিলে এই গরুর ফার্ম গড়ে তুলেছিলেন। ডাকাতি হওয়া ১২টি গরুর মধ্যে ৫টি উন্নত জাতের গাভী ছিল, যেগুলো থেকে প্রতিদিন প্রায় ৫০ লিটার দুধ পাওয়া যেত। সেই দুধ বিক্রির টাকায় সংসার ও গরুর খাদ্যের খরচ চলত। ডাকাতিতে প্রায় ২২ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন ব্যাংক ঋণ কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা।

এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় ১৮–২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ গরু উদ্ধারে অভিযান চালাচ্ছে। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মহাসড়কসহ আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েছে। গরু উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, চলতি ডিসেম্বর মাসের ১৯ তারিখে মহাসড়কের ভাটিয়ারী এলাকা থেকে একটি ডাকাত দল ২৮টি গরুসহ একটি ট্রাক ছিনতাই করে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বাড়বকুণ্ড চৌধুরীপাড়া এলাকা থেকে পর্যায়ক্রমে সবগুলো গরুই উদ্ধার করা হয়।

পরপর এমন ডাকাতির ঘটনায় সীতাকুণ্ডের গরু খামারিরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.