মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় চার ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে অন্তত অর্ধশত ককটেল বিস্ফোরণ ও বেশ কিছু দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফাপুরের ইদ্রিস হাওলাদার ও সামচু সরদারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের শুরুতেই দফায় দফায় অন্তত ৫০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, যার শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত দাঙ্গাবাজরা বেশ কিছু দোকানপাট ভাঙচুর করে।
সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ চার ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
খবর পেয়ে থানা পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় সংঘর্ষকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপরও চড়াও হওয়ার চেষ্টা করে। পরবর্তীতে সম্মিলিত প্রচেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সংঘর্ষে আহত অন্তত ৫ জনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, "সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দাঙ্গা ও ভাঙচুরের এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশি টহল জোরদার রয়েছে।