ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের প্রত্যয়ে স্লোগানে নবীনগর সাংবাদিক ইউনিটের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সঞ্জয় শীল (ইংরেজি দৈনিক বিজনেস মিরর ও ভারপ্রাপ্ত সম্পাদক সাপ্তাহিক তিতাসের খবর) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ মিহাদ (দৈনিক সংবাদ সারাবেলা ও স্যাটেলাইট চ্যানেল এ ওয়ান)।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সকালে সংগঠনের অফিসে দুই বছর মেয়াদী এ কমিটিটি উপস্থিত সদস্যদের সমন্বয়ে সকলের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়েছে।
এতে অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হাজী মো. কাউছার আহম্মেদ (স্যাটেলাইট চ্যানেল মুভি বাংলা), সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন (দৈনিক আমার বার্তা), প্রচার ও দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ (নিউজ টিভি অনলাইন), ক্রিয়া-সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক মো. দিপ্ত আহম্মেদ (দৈনিক বাংলাকন্ঠ), কার্যকরি সদস্য মেহেদী হাসান খোকা (দৈনিক আলোকিত প্রতিদিন), কার্যকরি সদস্য মো. আল-আমিন মোল্লা (দৈনিক তালাশ প্রতিদিন), সদস্য মো. মুর্শিদ মিয়া (সাপ্তাহিক তিতাসের খবর), সদস্য সুমন বাশার (দৈনিক নতুন বাংলাদেশ), সদস্য মাজেদুল ইসলাম মন্টি (সিটি টিভি অনলাইন)।
নবনির্বাচিত সভাপতি সঞ্জয় শীল বলেন, আমাদের অভিজ্ঞতা আর প্রজ্ঞায় বস্তুনিষ্ঠ সত্য উপস্থাপনের সাথে সাথে আমাদের সাংগঠনিক দৃঢ়তা, ঐক্য, ভ্রাতৃত্ব ধরে রাখবো। সাংবদিকদের একটি প্লাটফর্ম নিজেদের একটি পরিবারের মতন। এখানে আমাদের নিজেদের যার যার দায়িত্ববোধ, কর্তব্য নিজেরাই সহসা পালন করবো।
সাধারণ সম্পাদক শেখ মিহাদ বলেন, দেশে চলমান যে কোন পরিস্থিতিতে পূর্বের ন্যায় আমরা দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা, সৌহার্দ বজায়, অধিকার রক্ষায় ও সত্য নিউজ তুলে ধরতে সোচ্চার থাকবো।