× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

৩১ ডিসেম্বর ২০২৫, ১৪:১৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপি। এ উপলক্ষে গতকাল  (৩০ ডিসেম্বর) বাদে এশা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী'র নির্দেশক্রমে চন্দনাইশ পৌরসভাস্থ বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে পবিত্র কুরআন খতম,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা বাবর,মো.সেলিমুল্লাহ,রেজাউল করিম চৌধুরী,নুরুল্লাহ,পৌরসভা বিএনপি নেতা মো.আলমগীর,মো.আবু তালেব,নাজিম উদ্দিন,মো.নেজাম উদ্দিন,যুবদল নেতা নাছির উদ্দীন,সেলিম উদ্দিন,মো.ইউছুপ, রুহুল কুদ্দুস,সাদেক আলীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। খতমে কুরআন শেষে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন হাজির পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ জাহাঙ্গীর।

এসময় উপস্থিত নেতাকর্মীরা বলেন,বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের পুনরুত্থান ও রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ভূমিকা অনস্বীকার্য। নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং তৃণমূল পর্যায়ে উন্নয়নের যে ধারার সূচনা তিনি করেছিলেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ এক মহান দেশপ্রেমিক ও জনপ্রিয় নেত্রীকে হারালো, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.