× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়ার প্রয়াণে শোকস্তব্ধ দেশ

বিপ্লব শেখ, কবি নজরুল কলেজ প্রতিনিধি

৩১ ডিসেম্বর ২০২৫, ১৪:১৮ পিএম

ছবি: ফিইল।

গত কয়েক দিন ধরে যেন শোকের ছায়ায় ঢেকে আছে গোটা দেশ। বছরের শেষ প্রান্তে এসে প্রকৃতি শক্তপোক্তভাবে শীতকে আলিঙ্গন করেছে। ঘন কালো কুয়াশার আড়ালে নক্ষত্রের উজ্জ্বল ঝলমল আলোও বাংলার আকাশে ফিরতে পারছে না, অশ্রু শিশির আঁধারে পুরো দেশ যেন এক নীরব শোকের ছায়ায় ঢেকে আছে।

ব্যস্ত নগরী থেকে গ্রামগঞ্জ কনকনে শীতের ঘন কুয়াশার চাদর ও হিমেল হাওয়ায় স্তব্ধ হয়ে আছে সবকিছু। ফজরের আযানের ধ্বনির সঙ্গে এক নীরব নিস্তব্ধ ভোরে জানা যায় দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬ টায় রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে তিনি শেষ নিঃশাস ত্যাগ করেছেন । 

দেশনেত্রীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই রাজধানী থেকে সারাদেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম খুলতেই চোখে পড়ে ভক্ত অনুসারীদের আবেগঘন পোস্ট। দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

গেল কয়েকদিন ধরেই গনমাধ্যমে খবর পাওয়া যাচ্ছিল যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন । গতকাল গভীর রাতেও এমন সংবাদ এই দেখা যায় দেশের শীর্ষস্থানীয় জাতীয় গণমাধ্যমগুলোতে। সেই রাত গড়িয়ে ভোর হতে না হতেই খবর হলো সব চেষ্টা ব্যর্থ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। কোটি ভক্ত ও অনুসারীর হৃদয় শূন্য করে শোকের সমুদ্রে ভাসিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন বেগম জিয়া।

গণতন্ত্রের আপসহীন দেশনেত্রী খেতাবপ্রাপ্ত বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি অবিভক্ত ভারত উপমহাদেশের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। জানা যায়, বেগম খালেদা জিয়ার পারিবারিক নাম ছিল খালেদা খানম এবং তার ডাকনাম ছিল পুতুল। পরিবারের সবাই আদর করে পুতুল নামেই ডাকতেন তাকে। ১৯৬০ সালে তিনি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল।

১৯৮১ সালের সামরিক অভ্যুত্থানের পর জিয়াউর রহমান শাহাদাত বরণ করলে ১৯৮২ সালে তিনি জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেন। ১৯৮৩ সালে তিনি বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপারসন পদে নির্বাচিত হন।

বেগম খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। এরপর ১৯৯৬ সালের ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।

স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য ও প্রভাবশালী ব্যক্তিত্ব। জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর ১৯৮২ সালে তিনি গৃহবধূ থেকে রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন। স্বামী ও সন্তান হারানোর গভীর বেদনা সত্ত্বেও দেশের মানুষের কল্যাণের কথা ভেবে তিনি কখনো পিছু হটেননি। নানান প্রতিকূলতার মাঝেও তিনি গণতন্ত্রের পক্ষে সোচ্চার থেকেছেন এবং গণতন্ত্রের গান গেয়ে গেছেন। সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশ ছেড়ে যাননি বরং দেশের মাটিতে থেকেই মানুষের অধিকার ও গণতন্ত্রের সংগ্রাম অব্যাহত রেখে গেছেন। সেই আপসহীন নেত্রী ,গণতন্ত্রের প্রতীক, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের মাতম।

মোহাম্মদ শামীম আহমেদ নামে এক ব্যক্তি তার ফেসবুক পোস্টে লিখেছেন, গণতন্ত্র আজ অভিভাবকহীন। আপসহীন নেতৃত্বের এক উজ্জ্বল অধ্যায় আজ চিরতরে সমাপ্ত। আল্লাহ তায়ালার অসংখ্য নেয়ামতের মধ্যে মানুষের জন্য অন্যতম নেয়ামত হলো সম্মান। মানুষের সম্মান ও মর্যাদার চূড়ান্ত ফয়সালা আসে আসমান থেকেই। আল্লাহ যাকে সম্মানিত করেন, দুনিয়ার কোনো শক্তিই তাকে অপমানিত করতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনি থাকবেন ইতিহাসে, থাকবেন কোটি মানুষের হৃদয়ে।

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারী সাগর তার ফেসবুক পোস্টে লিখেছেন, আপোষহীনতার আরেক নাম-বেগম খালেদা জিয়া। অন্যায় ও শোষণের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন প্রতিবাদের অপর নাম—বেগম খালেদা জিয়া। বাংলাদেশ ছাড়া তার আর কোনো ঠিকানা নেই, বাংলাদেশি পরিচয় ছাড়া তার আর কোনো স্বজন নেই-এ সত্য তিনি বারবার প্রমাণ করেছেন। বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন টিকে থাকবে, ইতিহাসে ততদিনই তিনি অমর হয়ে থাকবেন।যতবার বিপ্লবীরা স্লোগান তুলবে আপোষ না সংগ্রাম, ঠিক ততবারই বিপ্লবীর মননে জেগে উঠবেন আপনি। গৃহকর্মী থেকে দেশনেত্রী হয়ে ওঠা প্রিয় ম্যাডাম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করছি।

ইউশাহ বিন আলম নামে অন্য আরেক ব্যক্তি তার ফেসবুক পোস্টে লিখেছেন, দেশমাতা মারা যাননি, তাকে হত্যা করা হয়েছে। হাসিনা আর ভারত ৭ বছর ধরে চিকিৎসা বন্ধ রেখে, স্লো পয়জনিং করে দেশমাতাকে খুন করেছে। খালেদা জিয়া শহীদ হয়েছেন। আল্লাহ তায়ালা বাংলাদেশ আর বাংলাদেশের মানুষের জন্য তার এই কুরবানি কবুল করুন। আমিন।

মশিউর রহমান মাহিন নামে আরেক ব্যক্তি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বিদায় কিংবদন্তি। আপনাকে বাংলাদেশ ভুলবে না।জিয়াউর রহমানের মতো দেশের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে আপনার নাম

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.