× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখায় জোড়া খুনের ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা, অজ্ঞাত ১৫

রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

৩১ ডিসেম্বর ২০২৫, ১৪:২২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মৌলভীবাজারের বড়লেখায় জমি ও পূর্ব বিরোধের জেরে সংঘটিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় নিহত জামাল উদ্দিনের স্ত্রী হালিমা বেগম (৪৯) বাদী হয়ে বড়লেখা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৫টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের বিওসি কেছরীগুল (মাঠগুদাম) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কাইয়ূম নিজ বসতঘরের দক্ষিণ পাশের খোলা জমি থেকে গরু নিয়ে ফেরার পথে পূর্ব বিরোধের জেরে একদল লোক তাকে ঘিরে ধরে হামলা চালায়। এজাহারে উল্লেখ করা হয়, ১ ও ৪ নম্বর আসামির নেতৃত্বে ধারালো দা ও লাঠিসোঁটা নিয়ে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে কাইয়ূমকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি আঘাত করে। হামলার খবর পেয়ে তার বড় ভাই ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই প্রাণ হারান। বাদীর অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা পরস্পর আত্মীয় এবং একই পক্ষভুক্ত। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

মঙ্গলবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, নাম উল্লেখ থাকা ১৬ জন আসামির মধ্যে ইতোমধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, ২ নম্বর আসামি বিওসি কেছরীগুল মাঠগুদাম গ্রামের মৃত আব্দুস ছবুরের ছেলে জমির আলী (৩৫) এবং গৌরনগর গ্রামের মৃত শফিকের ছেলে আব্দুল আলিম (২৬)। এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা বা অপরাধের রেকর্ড রয়েছে কিনা, এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.