× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়ার মৃত্যুতে গাইবান্ধায় বিএনপির শোক

সায়েম শান্ত, গাইবান্ধা

৩১ ডিসেম্বর ২০২৫, ১৪:২৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গাইবান্ধায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর জেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

এদিন সকালে গাইবান্ধা শহরের সার্কুলার রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হন জেলা কার্যালয়ে। সেখানে তারা কালো ব্যাচ ধারণ করেন। খোলা হয় শোক বই। আয়োজন করা হয় কোরআন খতমের।

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক এবং গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু বলেন, “আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয় অভিভাবক—যাঁর স্নেহ, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা আমি সর্বদা পেয়েছি—সেই মহীয়সী নেত্রী আজ আর আমাদের মাঝে নেই। তাঁর অবদান, ত্যাগ ও নেতৃত্ব দেশ ও জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর রূহের মাগফিরাত দান করেন।”

জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, “বাংলাদেশের অবিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যতে জেলা বিএনপিসহ গাইবান্ধার সর্বস্তরের জনগণ গভীরভাবে শোকাহত। এই শোক, এই বেদনা আমাদের পক্ষে ধারণ করা খুব কঠিন। তারপরেও আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই।”

এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি। এ কর্মসূচি উপলক্ষে ৭ দিন জেলা সংঠনের সকল নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করবেন। দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.