বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপোষ হীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পটুয়াখালীর প্রেসক্লাব, দুমকি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে এক শোক বার্তায় প্রেসক্লাব, দুমকির সভাপতি মো: দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: কামাল হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে প্রেস ক্লাব দুমকির সদস্য তথা সাংবাদিকরা শোকাহত। আমরা প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে শোকাবহ পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
শোক বার্তায় প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বে নতুন ইতিহাস সৃষ্টি করেন। দেশে গণতান্ত্রিক আন্দোলনে তিনি অনন্য অবদান রাখেন। বিএনপির মতো বড়ো একটি রাজনৈতিক দলকে তিনি সুনিপুণ যোগ্যতায় নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন।
তার আন্দোলন সংগ্রাম ও নেতৃত্ব গুণ তাকে রাজনৈতিক অঙ্গনে আপোষহীন নেতার মর্যাদায় আসীন করেন। গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের আজকের ক্রান্তিকালে দেশ আন্তর্জাতিকভাবে সমাদৃত এক নেতাকে হারালাম।