× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণতন্ত্রের এক অভিভাবক হারাল দেশ: খালেদা জিয়ার মৃত্যুতে নওগাঁয় শোকের ছায়া

হাবিবুর রহমান, নওগাঁ প্রতিনিধি

৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সারাদেশের ন্যায নওগাঁ জেলাতেও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকে স্তব্ধ হয়ে পড়েছে উত্তরবঙ্গের জনপদ নওগাঁ । গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় খবর ছড়িয়ে পড়ার পর থেকেই জেলাজুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া । নওগাঁ  জেলা বিএনপি কার্যালয়সহ প্রতিটি উপজেলায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে শোকের মাতম । বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার সকাল থেকেই নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে ।

কর্মসূচির মধ্যে রয়েছে : জেলা ও উপজেলার দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন । নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ । দলীয় কার্যালয়ে পবিত্র কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । এছাড়া নেতাকর্মীরা বলেন  ‘আমরা অভিভাবকহীন হয়ে পড়লাম । নেতৃবৃন্দের মতে, বেগম জিয়ার প্রয়াণ কেবল একটি দলের নয়, বরং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি । শোক প্রকাশ করতে গিয়ে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু বলেন:"বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক বা গণতন্ত্রের এক জন মা ।

তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবকহীন অবস্থায় পড়েছে । এই শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়।" জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন তাঁর আপসহীন সংগ্রামের কথা স্মরণ করে বলেন, "দেশের ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু লড়েছেন । তাঁর আদর্শ বুকে ধারণ করেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাব ।"নওগাঁর বিভিন্ন উপজেলা থেকেও শোকের খবর পাওয়া গেছে: রানীনগর উপজেলা বিএনপির নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে তাঁদের রাজনৈতিক প্রেরণার উৎস হারানোর কথা জানান । মান্দা, নিয়ামতপুর  ও ধামইরহাটপৃথক শোকসভা ও তবারক বিতরণের মাধ্যমে নেত্রীকে স্মরণ করছেন স্থানীয় নেতাকর্মীরা । কেবল রাজনৈতিক অঙ্গন নয়, সাধারণ মানুষের মধ্যেও শোকের গভীর প্রভাব লক্ষ্য করা গেছে।

নওগাঁ শহরের ব্যবসায়ী আব্দুল করিম বলেন, "রাজনীতির বাইরে থেকেও একজন রাষ্ট্রনায়ক হিসেবে আমরা তাঁকে সম্মান করতাম।" কলেজ শিক্ষক রওশন আরা বেগম তাঁকে নারী নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নওগাঁর প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আগামী কয়েক দিনব্যাপী বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অব্যাহত থাকবে । এছাড়া জেলা বিএনপি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.