রাষ্ট্রীয় শোক দিবস পালনের নির্দেশনা থাকলেও জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি ।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এ উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মাদারগঞ্জ উপজেলার প্রায় সব সরকারি ও বেসরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হলেও আনসার ও ভিডিপি কার্যালয়ে পতাকা উত্তোলন করতে দেখা যায়নি।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত কার্যালয় চত্বরে কোনো জাতীয় পতাকা দেখা যায়নি।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা উত্তম কুমার বলেন, "আমাদের উপজেলা কার্যালয়ে পতাকা স্ট্যান্ড নেই। যে কারনেই পতাকা টানানো হয়নি, আমি এ উপজেলায় নতুন আসছি গুছিয়ে নিতে একটু সময় লাগবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।