ছবি: সংবাদ সারাবেলা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি (০৩) সংসদীয় আসনের বিপরীতে ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তিনটি আসন মিলিয়ে জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট সর্বমোট ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে এবার গোপালগঞ্জে বহুমুখী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটাররা।
সংসদীয় আসন–২১৫ (গোপালগঞ্জ–১ (মুকসুদপুর উপজেলা সহ কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত)।
এই আসনে সর্বমোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— মো. সেলিমুজ্জামান মোল্লা (বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি), মোহাম্মদ আব্দুল হামিদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), সুলতান জামান খান (জাতীয় পার্টি), মোহাম্মদ মিজানুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. কাবির মিয়া (গণঅধিকার পরিষদ), মোহাম্মদ জাকির হোসেন (জনতা দল), নিরোদ বরন মজুমদার (কমিউনিস্ট পার্টি), ইমরান হোসাইন আফসারী (বাংলাদেশ খেলাফত মজলিস), মোহাম্মদ প্রিন্স আল-আমিন (এবি পার্টি), স্বতন্ত্র প্রার্থী এম. আনিসুল ইসলাম (ভুলু মিয়া), আশরাফুল আলম শিমুল (স্বতন্ত্র), মোহাম্মদ কাইয়ুম আলী খান (স্বতন্ত্র) এবং নাজমুল আলম (স্বতন্ত্র)।
সংসদীয় আসন–২১৬ গোপালগঞ্জ–২ (গোপালগঞ্জ সদর উপজেলা সহ কাশিয়ানী উপজেলার বাকি ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত)।
এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন প্রার্থী। তারা হলেন— কে. এম. বাবর (বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি), তসলিম সিকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শুয়াইব ইব্রাহিম (বাংলাদেশ খেলাফত মজলিস),
শাহ মফিজ (গণফোরাম), দীন মোহাম্মদ (গণঅধিকার পরিষদ), কামরুজ্জামান ভূঁইয়া (স্বতন্ত্র), এম. এইচ. খান মঞ্জু (স্বতন্ত্র), সিপন ভূঁইয়া (স্বতন্ত্র), রনি মোল্লা (স্বতন্ত্র), মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ (স্বতন্ত্র), উৎপল বিশ্বাস (স্বতন্ত্র), মাহমুদ হাসান (জাকের পার্টি) এবং মশিউর রহমান (স্বতন্ত্র)।
সংসদীয় আসন–২১৭ গোপালগঞ্জ–৩ (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা নিয়ে গঠিত)।
এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২ জন প্রার্থী। তারা হলেন— এস এম জিলানী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি), আবুল বশার দাড়িয়া (গণঅধিকার পরিষদ), মারুফ শেখ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এম. এম. রেজাউল করিম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. আরিফুল দাড়িয়া (জাতীয় নাগরিক পার্টি), শেখ সালাউদ্দিন (ন্যাশনাল পিপলস পার্টি), আ. আজিজ (বাংলাদেশ খেলাফত মজলিস), দুলাল চন্দ্র বিশ্বাস (গণফোরাম), আলী আহমেদ (খেলাফত মজলিস)
গোবিন্দ চন্দ্র প্রামানিক (স্বতন্ত্র—জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব), হাবিবুর রহমান (স্বতন্ত্র), রওশন আরা (স্বতন্ত্র—এস এম জিলানীর স্ত্রী ও গোপালগঞ্জ মহিলা দলের সভাপতি)।
জেলা নির্বাচন কার্যালয় জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে।
বহু দল ও স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে গোপালগঞ্জের তিনটি আসনেই এবার উত্তাপ ছড়ানো ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করছেন সাধারণ ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
