× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বছরের শুরুতেই ট্রাক কেড়ে নিলো চারপ্রাণ

রাজশাহী ব্যুরো:

০১ জানুয়ারি ২০২৬, ১৪:২৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া কলার হাটে বালুবাহী ট্রাক উল্টে অন্তত চারজন নিহত হয়েছেন। নতুন বছরের প্রথমদিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বালুভর্তি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতর ঢুকে পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, চারঘাটের আসকরপুর গ্রামের বাসিন্দা মাহাকাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০), নাটোর কাফুরিয়া সদর এলাকার শাহীনের ছেলে সিয়াম (১৬), নাটোর পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের(৩৮) প্রামানিক ও নাটোর বাঘাতিপাড়া সাইফুেলর ছেলে সেন্টু (১৮)।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল সকাল ৭টা ৫০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। পুঠিয়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট এবং নাটোর ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়।  

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, সকালে ঘন কুয়াশার মধ্যে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করি এবং আহত একজনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরবর্তীতে মারা যাওয়া আরও একজনসহ মোট নিহত ৪ জনের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ট্রাকটি বাজারে ঢুকে একাধিক দোকান ও পথচারীকে চাপা দেয়। দুর্ঘটনার সময় বাজারে ভিড় থাকায় হতাহতের সংখ্যা বেড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকের ব্রেক ফেইল করে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.