× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিথ্যা মামলা থেকে অব্যাহতির পর নোয়াখালী-৫ আসনে বিজয়ে আশাবাদী ফখরুল ইসলাম শাহাদাত হোসেন

কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি:

০১ জানুয়ারি ২০২৬, ১৪:২৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা থেকে আদালতের অব্যাহতি পাওয়ার পর নোয়াখালী-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, মামলা দিয়ে তাঁকে দমিয়ে রাখা যাবে না;জনগণ ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।

নোয়াখালী-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি দাবি করেছেন, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন মামলা দিয়ে তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা জুলাই হত্যাকাণ্ডসংক্রান্ত একটি মামলায় আদালত থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। এ জন্য তিনি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি ছিল সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আদালতের রায়ে তিনি ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নোয়াখালী-৫ আসনে ধানের শীষের সম্ভাব্য বিজয় ঠেকাতে পর্দার আড়ালে নানা ধরনের অপতৎপরতা চলছে। তবে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা এবং নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ও নেয়াজপুর এলাকার ভোটাররা ঐক্যবদ্ধ থাকলে এসব ষড়যন্ত্র সফল হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আসন্ন নির্বাচনের প্রসঙ্গে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।  তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিজয় নিশ্চিত করা সম্ভব এবং এ ক্ষেত্রে সবার সক্রিয় সহযোগিতা প্রয়োজন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.