টাঙ্গাইলের মির্জাপুরে ঘুমন্ত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার রাত দশটার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া ইয়াসমিন এই শীতবস্ত্র বিতরণ করেন।
জানা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে আসা অস্থায়ী কৃষি শ্রমিকসহ দিনমজুরেরা এ উপজেলায় কাজের জন্য এসে থাকেন। সারাদিন কাজ শেষে তাদের অনেকে উপজেলা পরিষদ চত্বর, সেটেলমেন্ট ও কৃষি অফিসের বারান্দায় রাতে ঘুমায়। গত কয়েকদিন ধরে শৈত্য প্রবাহে ওই সকল শ্রমিকেরা কষ্ট পাচ্ছেন বলে ইউএনও সুরাইয়া ইয়াসমিন জানতে পারেন। তিনি রাত দশটার দিকে শীতবস্ত্র নিয়ে ওই সকল শ্রমিকদের কাছে ছুটে যান। এ সময় সেটেলমেন্ট ও কৃষি অফিসের বারান্দায় ঘুমিয়ে থাকা শ্রমিকদের তিনি ঘুম থেকে ডেকে তুলেন। পরে তিনি প্রত্যেক শ্রমিকের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেন। হাড় কাপানো শীতে কষ্ট পাওয়া শ্রমিকেরা শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। শীতবস্ত্র পাওয়া কুড়িগ্রাম জেলার বাসিন্দা দিনমজুর হাশেম আলী বলেন, এই শীতের রাতে ঘুম থেকে ডেকে তুলে এভাবে কেউ শীতের কাপড় দিবে কল্পনাও করি নাই। বিষয়টা স্বপ্নের মতো মনে হচ্ছে। একই কথা বলেন, রংপুর জেলার বাসিন্দা দিনমজুর আজাহার মিয়াও।
ইউএনও সুরাইয়া ইয়াসমিন বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে এ উপজেলায় কৃষি কাজসহ দিনমজুরের কাজের জন্য তারা এ উপজেলায় এসেছেন। কাজ শেষে অনেকে উপজেলা পরিষদ চত্বরের একাধিক ভবনের বারান্দায় রাতে ঘুমায়। গত কয়েক দিনের শৈত্য প্রবাহে তারা খুবই কষ্ট পাচ্ছেন। যে কারণে তাদের ৫০ জনের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। রাতে ঘুম থেকে ডেকে তুলে শীতার্ত দিনমজুরদের মধ্যে শীতবস্ত্র বিতরণের খবর জানাজানি হলে অনেকে ইউএনও সুরাইয়া ইয়াসমিনের প্রশংসা করেন।