শরীয়তপুরের ডামুড্যায় কৃষি জমির মাটি কাটার দায়ে মো.সাব্বির হোসেন ও মো.ইব্রাহিম ইসলাম ইমন নামের দুই জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে ডামুড্যা উপজেলার চর-সিধলকুড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সালাহউদ্দিন আইয়ূবী অভিযান পরিচালনা করেন। এ সময় ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রবিউল হক, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এক্সকেভেটর দিয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে কৃষি জমির মাটি কাটার সাথে জড়িত দু'জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ডামুড্যা উপজেলার সিধলকুড়া এলাকার শহিদ মাদবরের ছেলে সাব্বির হোসেন (২৫) ও নিলফামারী ডিমলা উপজেলার উত্তর সোনাখালী এলাকার হামিদুল হকের ছেলে মো. ইব্রাহিম ইসলাম ইমন (২২)।
উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার চর সিধলকুড়া এলাকায় জমির শ্রেণি পরিবর্তন না করে কৃষিজমি থেকে গত কয়েকদিন ধরে মাটি কেটে মাছের ঘের করার চেষ্টা করছে একটি চক্র। স্থানীয় লোকজন ও সচেতন মহল বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। খবর পেয়ে বুধবার বিকেলে ওই এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আইয়ূবী। এসময় মাটির কাটার দায়ে সাব্বির হোসেন ও ইব্রাহিম ইসলাম ইমনকে আটক করা হয়। পরে তাদের দুইজনকে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আইয়ূবী বলেন, কৃষি জমির টপসয়েল কাটা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অপরাধ। তাছাড়া টপসয়েল কাটা হলে কৃষি জমির উর্বরতা কমে যায়। এতে ওই জমিতে ফলন হ্রাস পায়। বুধবার টপসয়েল কাটার খবর পেয়ে চর সিধলকুড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে দুজন এস্ক্যাভেটর চালক আটক করা হয়। ওই ব্যক্তিরা টপসয়েল কাটার বিষয়টি স্বীকার করেছেন। এতে তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের পুলিশি হেফাজতে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।