নতুন বছরের প্রথম দিনেই সারাদেশের মতো রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং কিন্ডারগার্টেন স্কুলগুলোতে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। নতুন বইয়ের ঘ্রাণ আর রঙিন মলাটে শিশুদের চোখেমুখে ফুটে ওঠে সীমাহীন আনন্দ। এরই ধারাবাহিকতায় রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প সংলগ্ন চাইল্ড কেয়ার মণিং স্কুলে আনুষ্ঠানিকভাবে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সানুমং মারমা প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। বিনামূল্যে বই উপহার দেওয়ায় তারা করতালির মাধ্যমে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বিদ্যালয় পরিচালক সানুমংমারমা,প্রধান শিক্ষিকা টকি দেওয়ানজী, সহকারী শিক্ষিকা বুলবুলি মারমা, শর্মিলা সেন, জোরায়েদা বেগম, টুম্পা চৌধুরী,শিক্ষক মাউচিং মারমা, যোর্থীপ্রু মারমা
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সানুমং মারমা বলেন, আগামী ৮ই জানুয়ারি পর্যন্ত নতুন বই বিতরণ ও নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলমান থাকবে। শিশুদের জন্য আনন্দঘন ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
অভিভাবকরা জানান, আজ ভোর থেকেই চারদিকে কুয়াশা থাকলেও সন্তানদের মুখে একটু হাসি ফোটাতে আমরা স্কুলে নিয়ে এসেছি। নতুন বই হাতে পেয়ে তারা খুবই খুশি। স্কুলে যদি দোলনা কিংবা অন্যান্য খেলাধুলার সামগ্রীর ব্যবস্থা করা হয়, তাহলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, দলগত মানসিকতা ও স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে উঠবে, যা পড়াশোনাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।”
তারা স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা ও নিষ্ঠার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ ও ভর্তি কার্যক্রম চলমান থাকায় নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হয়নি।