× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাষ্ট্রীয় শোক দিবসে পায়রা সেতুর টোলপ্লাজায় জাতীয় পতাকা না তোলায় ক্ষোভ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

০১ জানুয়ারি ২০২৬, ১৫:০১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাষ্ট্রীয় শোক দিবসে পায়রা সেতুর টোলপ্লাজার প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন না করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এদিন পতাকা না তোলার কারণ জানতে চাইলে দায়িত্বরতদের দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে।

গতকাল বেলা ১১টার দিকে টোলপ্লাজার সামনে থাকা পতাকা স্ট্যান্ডটি পতাকাশূন্য দেখা যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং কর্তব্যরতদের কাছে জানতে চান কেন জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

অভিযোগ রয়েছে, এ সময় টোলপ্লাজায় দায়িত্বে থাকা সিষ্টেম এনালিস্ট মো. নেছার উদ্দিন ও হিসাব সহকারী মমিন নামের দুই ব্যক্তি প্রশ্নকারীর সঙ্গে অশোভন আচরণ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা জানান, ঘটনাটি তাঁর নজরে এসেছে। তিনি সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সংগ্রহ করে জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছেন। জেলা প্রশাসকের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.