× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বন্যপ্রাণী সংরক্ষণে বনবিভাগের চিরুনি অভিযান

আতিকুর রহমান খান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

০১ জানুয়ারি ২০২৬, ১৫:০২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বন্যপ্রাণী সংরক্ষণ ও হাতির নিরাপদ চলাচল নিশ্চিত করতে শেরপুরের রাংটিয়া রেঞ্জের গজনী বিটের  আওতাধীন বনাঞ্চলের বিভিন্ন জায়গায়  চিরুনি অভিযান পরিচালনা করেছে বনবিভাগ।

 গজনী বিটের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বনাঞ্চলের বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপিত বৈদ্যুতিক লাইন শনাক্ত করা হয়, যা হাতির চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছিল। এসব বৈদ্যুতিক লাইন তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়।এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে বনাঞ্চলে বৈদ্যুতিক লাইন স্থাপন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে কেউ বনাঞ্চলের ভেতরে বৈদ্যুতিক লাইন স্থাপন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন বনবিভাগ।

রাংটিয়া রেঞ্জের ফরেস্ট রেঞ্জার তহিদুল ইসলাম এর  নেতৃত্বে অভিযানে অংশ নেন রাংটিয়া রেঞ্জের ডিপুটি রেঞ্জার তহিদুল ইসলাম, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান , তাওয়াকুচা বিট কর্মকর্তা ফাহিম মুনতাসির, সংশ্লিষ্ট বিটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ইআরটি (ERT) সদস্যরা।
বনবিভাগ সূত্র জানায়, বন্যপ্রাণী বিশেষ করে হাতির নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.