× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বছরের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ায় বই উৎসব

আবুল হাসনাত অপু, ব্রাহ্মণবাড়িয়া

০১ জানুয়ারি ২০২৬, ১৫:৫৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬ এর প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে এবং মাদরাসায় নতুন বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিফট ভিত্তিক পরিচালিত সরকারি বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত পরিমাণ নতুন বই সরবরাহের প্রেক্ষিতে সকল শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ আটটি করে বিভিন্ন বিষয়ের বই সরবরাহ করা হয়েছে।

তবে, প্রাথমিক পর্যায়ের সম্পূর্ণ বই সরবরাহ ও বিতরণ সম্ভব হলেও ডিসেম্বর মাস নাগাদ প্রকাশনার দায়িত্বে থাকা মুদ্রণ প্রতিষ্ঠানগুলো মাধ্যমিক পর্যায়ের সারাদেশের চাহিদার পরিমাণের অর্ধেক পরিমাণ বই ছাপা এবং সরবরাহ করায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, মাদরাসায় সকল শিক্ষার্থী এর মধ্যে নতুন বই বিতরণ সম্ভব হয়নি বলে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে। শ্রেণিভিত্তিক যেসব শিক্ষার্থী বই হাতে পেয়েছে তারা আপাতত খুশিমনে বাড়ি ফিরেছে।

আর স্বল্পতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকা সত্ত্বেও যারা প্রথমদিন বই পাওয়া থেকে বঞ্চিত হয়েছে শিক্ষকরা তাদেরকে বই হাতে পাওয়ার পর এই জানুয়ারি মাসের মধ্যেই দেয়া হবে বলে অপেক্ষা করতে বলে দিয়েছেন। যার কারণে বই পাওয়া হতে বঞ্চিত শিক্ষার্থীদের হতাশ মনে বাড়ি ফিরতে হয়েছে।

ছবি ক্যাপশন- বছরের ১ম দিনে নতুন বই হাতে হাস্যমুখর ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার নোয়াপাড়া আজিজিয়া প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.