শীতের তীব্রতা বাড়তে থাকায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রাঙ্গুনিয়ার সামাজিক সংগঠন যুব স্কোয়াড রাইডার্স। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান-এর সৌজন্যে প্রাপ্ত ৫০টি কম্বল সংগঠনের সদস্যরা উপজেলার প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সংগঠনের সদস্যরা দুর্গম ও প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে এসব কম্বল পৌঁছে দেন। পাশাপাশি সড়কে জীবিকা নির্বাহ করা কয়েকজন রিকশাচালকের মাঝেও কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের পক্ষে এই কম্বল বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন যুব স্কোয়াড রাইডার্সের সভাপতি ইসমাঈল হোসেন ও সাধারণ সম্পাদক আজিম উদ্দিন। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে কম্বল পৌঁছে দিতে পেরেছি, তা আমাদের জন্য গর্বের। এসময় তারা ইউএনওকে ধন্যবাদ জ্ঞাপন করেন।