× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে মাদ্রাসার জমি দখলচেষ্টা ও শিক্ষক হামলার প্রতিবাদে মানববন্ধন

মাহমুদুর রহমান মনজু লক্ষ্মীপুর প্রতিনিধি:

০১ জানুয়ারি ২০২৬, ১৭:০৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি ঐতিহ্যবাহী মাদ্রাসার জমি অবৈধভাবে দখলের চেষ্টা এবং এক শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ১২ নম্বর চর শাহী ইউনিয়নের নুরুল্যাপুর হাজী কালামিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সামনে এ মানববন্ধনের আয়োজন করেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, হাজী কালা মিয়া দানকৃত জমির ওপর দীর্ঘদিন ধরে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি আব্দুল্লা আল মামুন শিপন নিজেকে জমির ওয়ারিশ দাবি করে বালু ফেলে মাদ্রাসার জমি দখলের চেষ্টা করছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করায় গত ২৫ ডিসেম্বর রাতে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় শিপনের নেতৃত্বে মাদ্রাসার শিক্ষক ফারুকের ওপর হামলা চালানো হয়। পাশাপাশি মাদ্রাসার সুপারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তারা।

মানববন্ধনে বক্তারা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদ্রাসার জমি দখলমুক্ত রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম, মাওলানা ইয়াহিয়া, অভিভাবক জাহাঙ্গীর, মো. খোকন, তোফাজ্জল হোসেন বাবুল, প্রাক্তন শিক্ষার্থী রনি, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.