রংপুরের বদরগঞ্জ উপজেলায় গোলজার হোসেন (ওরফে) চেকু বাবু নামের এক প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক একটি পরিবারের বাড়িতে প্রবেশের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ওই পরিবার চরম ভোগান্তিতে পড়ছে। ঘটনাটি ঘটেছে লোহানীপাড়া ইউনিয়নের কাঁচা বাড়ি কুঠিপাড়া গ্রামে।এ ঘটনার বাদী হয়ে বদরগঞ্জ থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী শফিকুল ইসলাম।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে ওই রাস্তা ব্যবহার করে আসছিলেন। হঠাৎ করে স্থানীয় গোলজার হোসেন, গোলাম রব্বানী, আব্দুল লতিফ,আব্দুল শাফি, লিটনসহ প্রভাবশালী ব্যক্তিরা কোনো পূর্ব নোটিশ ছাড়াই গত (২৫ ডিসেম্বর) সকালে বাঁশ ও জিআই তারের বেড়া দিয়ে বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটি বন্ধ করে দেন। এতে বাড়িতে যাতায়াত বন্ধ হয়ে যায় ।
এ বিষয়ে ভুক্তভোগী শফিকুল ইসলাম বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং দ্রুত রাস্তাটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন।
স্থানীয়রা বলছেন, প্রভাব খাটিয়ে এভাবে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করা আইনবিরোধী। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত গোলজার হোসেনের বাড়িতে গেলে তার স্ত্রীর সঙ্গে কথা হলে তিনি জানান, আমাদের বাড়ি আসতে শফিকুল ইসলামের ময়লার ও বাঁশের বেড়ার জন্য ধান নিয়ে বাড়িতে ঢুকতে পারি না আমরা বাসের বেড়া ময়লা সরাইতে বলছি তারা সরাই নাই, তাই আমরা লোকজন নিয়ে গিয়ে তাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটি বন্ধ করে দিচ্ছি। তাদের কি করার আছে করুক।
এ বিষয় বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, থানায় লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।