× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

০১ জানুয়ারি ২০২৬, ১৭:৫৭ পিএম

ছবি: সংগৃহীত।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম নাঈম কিবরিয়া (৩৫)। বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে ‘কে ব্লক’ এলাকায় এ ঘটনা ঘটে। ভাটারা থানার ওসি ইমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, নাঈম প্রাইভেটকার চালানোর সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এরপরই মোটরসাইকেল আরোহীদের সঙ্গে কথা কাটাকাটি হয় নাঈমের। একপর্যায়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে মোটরসাইকেল আরোহীরা চলে যান।

তিনি বলেন, পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি ইমাউল বলেন, মোটরসাইকেল আরোহীদের চিহ্নিত করা যায়নি। সিসি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.