× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নড়াইলে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন: নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি :

০১ জানুয়ারি ২০২৬, ১৮:১১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নড়াইলের লোহাগড়া উপজেলার প্রাথমিক, মাদ্রাসা ও মাধ্যমিক  বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি-২৬) সকাল ১০ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে  ২০২৬ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

এ সময় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান,  সহকারী প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মহসীন আলী, সহকারী শিক্ষক মো: আব্দুস সালাম, সহকারী শিক্ষক বিএম মাজহারুল ইসলাম, সহকারী শিক্ষক নুরুন নাহারসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

লোহাগড়া উপজেলার সকল সরকারি-বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়। এসময় নতুন বইয়ের ঘ্রাণ ও নতুন বই পেয়ে আনন্দে উচ্ছসিত হয় শিক্ষার্থীরা।

লোহাগড়ায় বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৪৯ হাজার ৮১৬ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৫৩ হাজার ৯৮৩ টি বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে মোট ২৩ হাজার ৭৭৬ জন শিক্ষার্থীর মাঝে ৬০ হাজার ৮৩ টি বই  এবং মাধ্যমিক পর্যায়ে ২৬ হাজার ৪০ জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ৯৩ হাজার ৯০০ টি বই বিতরণ করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.