× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে বছরের প্রথম দিনে বই পেয়েছে শিক্ষার্থীরা

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

০১ জানুয়ারি ২০২৬, ১৮:১৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রংপুরে বছরের প্রথম দিনে বই পেয়েছে শিক্ষার্থীরা। প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী বই পেলেও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের কয়েকটি বিষয়ের বই এখনও হাতে পায়নি কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকালে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন শ্রেণির বই তুলে দেন শিক্ষকরা। 

রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষকদের কাছ থেকে নতুন শ্রেণির বই সংগ্রহ করেন। বছরের শুরুতে বই পাওয়ায় শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছাস লক্ষ্য করা গেছে।

রংপুর শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রংপুর জেলায় ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিকে ১৯ লাখ ৭৯ হাজার ২৯৮টি বই, প্রাক-প্রাথমিক স্তরে ৬৬ হাজার ৪৭৪টি বই এবং ইংরেজী ভার্সনে ৪ হাজার বইয়ের চাহিদার বিপরীতে শতভাগ বই পাওয়া গেছে। অপরদিকে জেলায় মাধ্যমিক, ভোকেশনাল ও ইবতেদায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪৬ লাখ বইয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রায় ৩৭ লাখ বই পেয়েছে শিক্ষা অফিস।

রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, বছরের প্রথম দিনে বই পাওয়ায় শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে তাদের সিলেবাস অনুযায়ী শ্রেণির লেখাপড়া শেষ করতে পারবে। প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী প্রথম দিনে বই পেয়ে গেছে। নতুন বই শিক্ষার্থীদের হাতে যথা সময়ে তুলে দিতে পেরে আমরা আনন্দিত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.