× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমিও বিএনপি, তুমিও বিএনপি- কিসের টাকা?

যুবদলকর্মীর কাছে পৌর বিএনপি'র সাবেক সভাপতির চাঁদাদাবি

০১ জানুয়ারি ২০২৬, ১৯:২৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপিকর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পিটুনির শিকার বিএনপিকর্মীর নাম আতাবুর রহমান। তিনি নওহাটা পৌরসভার বাঘাটা মহল্লার বাসিন্দা এবং নওহাটা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেনের অনুসারী। ঘটনার পর আহত আতাবুর রহমানকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওহাটা কলেজ মোড় এলাকায় একটি রাস্তার কাজ চলছিল। ওই কাজের মূল ঠিকাদারের কাছ থেকে মাটি কাটার কাজ পান স্থানীয় যুবদলকর্মী আজাদ আলী। আজাদের অভিযোগ, কাজ শুরুর পরপরই আতাবুর রহমান তাঁর কাছে চাঁদা দাবি করেন।

আজাদ আলী বলেন, ‘‘আজই কাজ শুরু করেছি। এরপর আতাবুর এসে বলে- কাজ করলে তাকে টাকা দিতে হবে, না দিলে ভেকু (এক্সভেটর) ভেঙে দেবে। আমি বলি, আমিও বিএনপি, তুমিও বিএনপি- কিসের টাকা? এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ লোকজনই তাকে গণপিটুরি দিয়েছে।’’

আজাদ আরও জানান, ঘটনার পর তিনি ও তাঁর ব্যবসায়িক অংশীদার বিপ্লব হোসেন পবা থানায় যান। এ সময় আতাবুর রহমান লোকজন নিয়ে এসে থানার সামনেই তাঁদের মারধর করেন। সন্ধ্যা পর্যন্ত তাঁরা থানায় অবস্থান করেন। পুলিশ উভয় পক্ষকে বিষয়টি মীমাংসার পরামর্শ দিয়েছে বলে জানান আজাদ আলী।

তিনি অভিযোগ করেন, আতাবুর রহমান ৫ আগস্টের পর থেকে এলাকায় ব্যাপক চাঁদাবাজিতে লিপ্ত ছিলেন। এ ক্ষেত্রে বিএনপির কিছু নেতার প্রশ্রয় রয়েছে বলেও তাঁর দাবি।

নওহাটা পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘আজাদ যুবদলকর্মী, আতাবুরও বিএনপিকর্মী। তার কাছে চাঁদা চাইতে যাওয়ার কোনো মানে হয় না। ৫ আগস্টের পর সে যেভাবে মানুষকে হয়রানি করেছে, তা বলার মতো না। যারা তাকে শেল্টার দেয়, তারা ভাগ পায়।’

পবা থানার ওসি আব্দুল মতিন বলেন, ‘চাঁদাদাবি কেন্দ্র করে উভয় পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। তবে এখনো কারও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.