× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অটো চালককে হত্যা করে অটো ছিনতাই, জড়িতদের গ্রেফতারের দাবিতে চরফ্যাশনে মানববন্ধন

চরফ্যাশন, (ভোলা) প্রতিনিধি।

০১ জানুয়ারি ২০২৬, ১৯:৩৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

অটো চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের  ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে চরফ্যাশনে অটো মালিক ও চালকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে চরফ্যাশন বাজার রোডের শরীফ পাড়ায় চরফ্যাশন উপজেলা ও পৌর  অটো বোরাক মালিক সমিতি ও শ্রমিক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন চরফ্যাশন পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি নুরে আলম সাজি , সহ-সভাপতি আর এস মুকুল, উপজেলা শ্রমিকদলের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম স্বপন, হত্যার শিকার আবু বকর ছিদ্দিকের স্কুল পড়ুয়া ছোট ছেলে আল আমিন প্রমুখ। 

বক্তারা বলেন, গত ৩০ ডিসেম্বর রাতে চরফ্যাশনের এওয়াজপুর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা অটো ড্রাইভার আবুবকর ছিদ্দিক(বলি) কে পাশ্ববর্তী উপজেলা লালমোহনের গজারিয়ায় আসা যাওয়ার জন্য রিজার্ভ ভাড়া করে নিয়ে একদল দুর্বৃত্ত  পথিমধ্যে তাকে হত্যাকরে তার চালিত অটো বোরাকটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।  

আমরা এই নির্মম হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি। মানববন্ধনে কয়েকশ অটো বোরাক মালিক ও শ্রমিক উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.