× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‎ফেনী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার -১

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি :

০১ জানুয়ারি ২০২৬, ১৯:৫৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

‎ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহল দল কর্তৃক বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফেনী জেলার ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, ইস্কাফ সিরাপ, ইয়াবা ট্যাবলেট, কৌটা মাদক, বিভিন্ন প্রকার ঔষধ এবং উল্লেখিত মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ ০১ জন আসামীকে গ্রেপ্তার করে। যার যানবাহন ও আটককৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য নয় লক্ষ ৪০ হাজার ৭৩৫ টাকা।

‎জব্দকৃত মাদক ও আটককৃত আসামীকে নিকটস্থ থানা ও অন্যান্য মালামাল কাস্টমস্ এ জমা দেওয়া হয়েছে।

‎ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.