ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহল দল কর্তৃক বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফেনী জেলার ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, ইস্কাফ সিরাপ, ইয়াবা ট্যাবলেট, কৌটা মাদক, বিভিন্ন প্রকার ঔষধ এবং উল্লেখিত মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ ০১ জন আসামীকে গ্রেপ্তার করে। যার যানবাহন ও আটককৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য নয় লক্ষ ৪০ হাজার ৭৩৫ টাকা।
জব্দকৃত মাদক ও আটককৃত আসামীকে নিকটস্থ থানা ও অন্যান্য মালামাল কাস্টমস্ এ জমা দেওয়া হয়েছে।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।