ছবি: সংবাদ সারাবেলা।
নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীর হাতে পৌঁছে গেছে নতুন পাঠ্যবই। তবে সেই আনন্দ পুরোপুরি ছুঁতে পারেনি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। চাহিদা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই না পৌঁছানোয় মাধ্যমিকের প্রায় ২৪ শতাংশ শিক্ষার্থী বছরের শুরুতেই সব পাঠ্যবই হাতে পায়নি। ফলে বছরের শুরুতেই শিক্ষার্থীদের একাংশকে অপেক্ষায় থাকতে হচ্ছে পাঠ্যবইয়ের জন্য। তবে সংশ্লিষ্ট বলছে জানুয়ারি মাসের মধ্যেই চলে আসবে সব বই। সিলেটে কোনো আনুষ্ঠানিক বই উৎসব না হলেও ১ জানুয়ারি থেকেই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীর জন্য নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে। তবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এখন পর্যন্ত এসেছে মোট চাহিদার মাত্র ৭৬ শতাংশ বই।
সিলেট নগরীর লামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বলেন, বিদ্যালয়ের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী বই পাওয়ায় পাঠদান কার্যক্রমে কোনো সমস্যা হচ্ছে না। সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্যাপি বেগম বলেন, আমাদের বিদ্যালয়ের প্রায় সবাই বই পেয়েছে। তবে ৭ম ও ৮ম শ্রেণির কিছু বই ঘাটতি রয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চল কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট বিভাগে মাধ্যমিক পর্যায়ে মোট ১২ লাখ ১ হাজার ২৯৪ জন শিক্ষার্থীর জন্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার ৭৩৩টি বইয়ের চাহিদা রয়েছে। এর বিপরীতে এখন পর্যন্ত পাওয়া গেছে ১ কোটি ১ লাখ ৯৫ হাজার ৮৪১টি বই, যা বিতরণও করা হয়েছে। জেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, সিলেট জেলায় ৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন শিক্ষার্থীর জন্য ৫০ লাখ ২৫ হাজার ২১৪টি বইয়ের চাহিদার বিপরীতে পাওয়া গেছে ৩৮ লাখ ৫ হাজার ৫৬৭টি। মৌলভীবাজার জেলায় ২ লাখ ৩২ হাজার ৫০১ জন শিক্ষার্থীর জন্য চাহিদা ছিল ৩২ লাখ ৪৭ হাজার ৩৯০টি, পাওয়া গেছে ২৫ লাখ ৪৯ হাজার ৮৩১টি। হবিগঞ্জ জেলায় ২ লাখ ৪৮ হাজার ৫৩৫ জন শিক্ষার্থীর জন্য প্রয়োজন ছিল ২৭ লাখ ৫৭ হাজার ২৩০টি, এসেছে ১৯ লাখ ২৩ হাজার ৫২০টি। আর সুনামগঞ্জ জেলায় ২ লাখ ৭৩ হাজার ৬৫৭ জন শিক্ষার্থীর জন্য চাহিদা থাকা ২৫ লাখ ৫৫ হাজার ৮৯৯টি বইয়ের বিপরীতে পাওয়া গেছে ১৯ লাখ ১৬ হাজার ৯২৩টি বই।
প্রাপ্ত বইগুলো সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। অন্যদিকে বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বরাদ্দকৃত সব বইই সংশ্লিষ্ট বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। সিলেট জেলায় প্রাথমিক পর্যায়ে পাওয়া গেছে ১৭ লাখ ৭৯ হাজার ৪৩৫টি, হবিগঞ্জে ১৩ লাখ ৯৮ হাজার ৫৭১টি, সুনামগঞ্জে ১৫ লাখ ৩৮ হাজার ২৬৫টি এবং মৌলভীবাজারে ১০ লাখ ৯৭ হাজার ৮০৫টি বই। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেট জেলায় বাংলা ভার্সনের প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য বরাদ্দ ছিল ৩ লাখ ৩৫ হাজার ৬৪৪টি বই, সেখানে পাওয়া গেছে বরাদ্দের চেয়েও বেশি ৩ লাখ ৩৮ হাজার ১৬২টি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য বরাদ্দ ছিল ২৯ লাখ ৬ হাজার ৫৯৪টি, পাওয়া গেছে ২৯ লাখ ৮৬ হাজার ৭১টি।
চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্য বরাদ্দ অনুযায়ী ২৫ লাখ ৬৫ হাজার ৪১১টি বই এসেছে। ইংরেজি ভার্সনেও চাহিদা অনুযায়ী সব বই পাওয়া গেছে। বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, প্রাথমিক স্তরে সিলেট বিভাগের চাহিদা অনুযায়ী সব বই পাওয়া গেছে এবং বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে বই সংকট নেই। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ বলেন, এখন পর্যন্ত প্রায় ৭৬ শতাংশ বই পাওয়া গেছে। প্রতিদিনই কিছু বই আসছে। আশা করা হচ্ছে, জানুয়ারি মাসের মধ্যেই বাকি বইগুলো পৌঁছে যাবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
