মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার মতলব প্রতিনিধি সাংবাদিক তুহিন ফয়েজের ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি মতলব উত্তরের এখলাছপুর ইউনিয়নের এখলাসপুর (কালীতলা) গ্রামের তার বাড়িতে সংঘটিত হয়।
ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক তুহিন ফয়েজের পরিবার ঢাকায় বসবাস করেন। তিনি একাই বাড়িতে থাকতেন। গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যান তিনি। এরপর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে শুক্রবার (২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে ফিরে এসে দেখতে পান তার ঘরের দরজার তালা ভাঙা।
ঘরের ভেতরে প্রবেশ করে তিনি দেখেন, আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এবং স্টিলের আলমারির তালা ভেঙে ভেতরে রাখা একটি ক্যামেরা, কিছু নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়ে গেছে।
চুরির ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও এলাকাবাসীর মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে এখলাছপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান মোল্লাসহ পার্শবর্তি প্রতিবেশিরা ঘটনাস্থল আসেন এবং দু:খ প্রকাশ করেন ৷
চুরির ঘটনায় সাংবাদিক তুহিন ফয়েজ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি একজন পেশাদার সাংবাদিক। পেশাগত কাজে প্রায়ই বাইরে থাকতে হয়। বাড়িতে ফিরে ঘরের তালা ভাঙা ও প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার দৃশ্য দেখে মানসিকভাবে ভেঙে পড়েছি। ক্যামেরাটি আমার পেশাগত কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
আমি আমাদের এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী কে তার মোবাইলে ফোন দিয়ে আমার ঘড়ে চুরি সংগঠিত হওয়ার বিষয়টি তাকে অবহিত করলে তিনি দু:খ প্রকাশ করেন এবং আমাকে আইনগত সহযোগীতা নেওয়ার পরামর্শ দেন ৷
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ঘটনাটি আমরা জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।