ছবি: সংবাদ সারাবেলা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১ জন সংসদ সদস্য প্রার্থীর দাখিল করা মনোনয়পত্রের মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল। এসময় তিনি ৫ প্রার্থীর মনোনয়ন বাতিলও ঘোষণা করেন।
শনিববার (৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার জেলা প্রশসন কার্যালয়ে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের উপস্থিতিতে জেলার ৪টি আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন দাখিল করা প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন ।
মনোনয়ন বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন, মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ী) বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, খেলাফত মজলিস এর প্রার্থী লোকমান আহমেদ, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ, জাতীয় পার্টির আহেমদ রিয়াজ উদ্দিন, গণফ্রন্টের প্রার্থী মো: শরিফুল ইসলাম ও গণঅধিকার পরিষদের প্রার্থী মো: আব্দুন নুর।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মো: শওকতুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাস খাঁন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো: সায়েদ আলী, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো: আব্দুল কুদ্দুছ, স্বতন্ত্র প্রার্থী মো: ফজলুল হক খান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো: আব্দুল মালিক।
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আহমদ বিলাল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো: আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালী ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী জহর লাল দত্ত।
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শেখ নুরে আলম হামিদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রীতম দাশ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জরিফ হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত প্রার্থী মো: আবুল হাসান ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো: আব্দুর রব।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, মৌলভীবাজার-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এম জিমউির রহমান চৌধুরী, মৌলভীবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের, একই আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো: ইলিয়াছ হোসেন। এছাড়াও মৌলভীবাজার-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো: জালাল উদ্দিন জিপু ও মুঈদ আশিক চিশতী নামে আরও দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বাতিল হওয়া প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে বলেও জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৬লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন। নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন। হিজরা রয়েছেন ৮ জন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
