× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরগঞ্জে আ. লীগ নেতা ধরতে গিয়ে বিপাকে পুলিশ: মহিলাদের বাধায় অভিযান পণ্ড

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

০৩ জানুয়ারি ২০২৬, ১৬:৫৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে নারীদের প্রবল বাঁধার মুখে পড়েছে পুলিশ। দীর্ঘক্ষণ চেষ্টার পর পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত আসামিকে না নিয়েই ফিরে আসতে বাধ্য হয় ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল। তবে এই ঘটনাকে 'অসুস্থতার কারণ' হিসেবে ব্যাখ্যা করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার চরহোসেনপুর গ্রামে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। ওই অভিযানের লক্ষ্য ছিল স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা। পুলিশ জয়নাল আবেদীনকে আটক করে নিয়ে আসার চেষ্টা করলে বাড়ির মহিলারা দলবদ্ধ হয়ে পুলিশের গতিরোধ করে এবং প্রবল বাধা সৃষ্টি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, "পুলিশ জয়নাল আবেদীনকে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছুক্ষণ চেষ্টা করেছিল। কিন্তু বাড়ির মহিলাদের বাঁধার কারণে তারা পেরে ওঠেনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, শেষ পর্যন্ত আসামিকে রেখেই পুলিশকে পিছু হটতে হয়।"

ঘটনা সম্পর্কে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) রবিউল আজম ভিন্ন দাবি করেন। তিনি জানান, "পুলিশ আসামি ধরতে গিয়েছিল ঠিকই, কিন্তু জয়নাল আবেদীন গুরুতর অসুস্থ থাকায় তাকে নিয়ে আসা সম্ভব হয়নি। পুলিশ সদস্যরা আমাকে ভিডিওর মাধ্যমে তার অসুস্থতার প্রমাণ দেখিয়েছে।" পুলিশের এই দাবি এবং স্থানীয়দের বর্ণনার মধ্যে বৈপরীত্য থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.