দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মতলব উত্তরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ২ জানুয়ারী) দুপুরে ফরাজিকান্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে
ফরাজিকান্দি উয়েসীয়া মসজিদে ফাতেমাতুজ যোহরা মাঠ প্রাঙ্গে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত দলের নেতাকর্মী ও মুসল্লিরা প্রয়াত এই দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক প্রকাশ করেন।
দোয়া অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি গনি তফদারের পরিচালনায় মরহুমা খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার , সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন ৷
এ সময় মতলব উত্তর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফেরদৌস,ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আক্তার মুন্সী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু,যুগ্ম আহবায়ক মামুন সরকার, মুরাদ বেপারীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরে উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আল্লামা শায়েখ মাসউদ আহমেদ।