নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড তাজা গুলিসহ ২জন গ্রেফতার হয়েছে। আজ সকালে বেগমগঞ্জ মডেল থানার ওসি মোঃ আবদুল বারী প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার (২ই জানুয়ারী) সকালে বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার পূর্ববাজারে অবস্থিত হোটেল রিয়াদ আবাসিক হোটেলের ৩০২ নাম্বার কক্ষের ভিতর থেকে ১টি লোহার তৈরী বিদেশী পিস্তল যাতে মেইড ইন জাপান লেখা ও ০২ (রাউন্ড) পিস্তলের বুলেট (২জন আসামী) সহ উদ্ধার করা।
আসামীরা হচ্ছে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ১নং ওয়ার্ড এর মোঃ নাসির আহাম্মেদ ছেলে মোঃ বাসু(৪০), চৌমুহনী পৌরসভা ৮নং ওয়ার্ড পৌর হাজীপুর পানা মিয়া মোল্লা বাড়ীর শহিদ হক প্রকাশ বাবুল মোল্লার ছেলে জাহিদ হাসান রাসেল(৪০)
তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত দুইজনের মধ্যে ০১ জনের বিরুদ্ধে ০৬ টি মামলাসহ ০১ টি গ্রেফতারী পরোয়ানার ইস্যু আছে।
পুরো অভিযানটি নোয়াখালী পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ও বেগমগঞ্জ সার্কেল ও অফিসার ইনচার্জ বেগমগঞ্জ মডেল থানা, নোয়াখালী এর সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে বেগমগঞ্জ মডেল থানার এসআই(নিঃ) পাপেল রায় সঙ্গীয় এসআই (নিরস্ত্র) কুতুব উদ্দিন খান লিয়ন, এসআই (নিরস্ত্র) মোঃ খোরশেদ আলম, এএসআই(নিঃ) মোঃ ইলিয়াছ উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ বেগমগঞ্জ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল অস্ত্র-মাদক উদ্ধার অভিযান ডিউটি করা অবস্থায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।