বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ আহমেদ মাসুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন, যুগ্ম আহ্বায়ক এজিএম ফাহাদ, রাকিব, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রোমান মিয়া, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন, ইউনিয়ন ছাত্রদলের নেতা সজিব মিয়া, দেলোয়ার, আকাশ, শামীম প্রমুখ।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি সিদ্দিক বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন। আল্লাহ তায়ালা যেন বেহেশত নছিব করে আমীন।
পরে দেশ, জাতি ও বিএনপির ভবিষ্যৎ কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।