× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোমনার চারকুড়িয়া তরুণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ

মো: তপন মিয়া সরকার, হোমনা, কুমিল্লা

০৩ জানুয়ারি ২০২৬, ১৮:১১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কুমিল্লার হোমনায় শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে চারকুড়িয়া গ্রামে তরুণ সংঘের উদ্যোগে প্রায় কয়েক শতাধিক শীতার্ত অসহায় পরিবার ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার আছাদপুর ইউনিয়নের চারকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় চারকুড়িয়া তরুণ সংঘের সংগঠনের সভাপতি মোহাম্মদ এনামুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এ এস এম সেলিম রেজা, সংগঠনের উপদেষ্টা ও সাবেক প্যানেল চেয়ারম্যান মো. শিব্বির আহমেদ মেম্বার, সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার মোবারক হোসেন সহ গ্রামের অন্যান্যেরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, হতদরিদ্র ও শীতার্ত মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন চারকুড়িয়া তরুণ সংঘ। এই সংগঠনটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। শীতকাল দরিদ্র মানুষের জন্য অত্যন্ত কষ্টের সময়। তাই তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করাই আমাদের এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।

বক্তার আরো বলেন, দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজেরই অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সবার উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.