বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ বৈধ, বাদ পড়লেন জামায়াতের কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আযাদ কক্সবাজারের দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকালে কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
মনোনয়ন যাচাই-বাছাইয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও মামলা জটিলতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করা হয়।
কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া), আসন নং–২৯৪, এ আসনে যাদের মনোনয়ন বৈধ ও বাতিল হয়েছে—
মনোনয়ন বাতিল:
মোঃ সাইফুল ইসলাম (স্বতন্ত্র),মোঃ ছরওয়ার আলম কুতুবী (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
মনোনয়ন বৈধ:
সালাহউদ্দিন আহমেদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি), মোঃ আব্দুল কাদের (গণঅধিকার পরিষদ–জিওপি), আব্দুল্লাহ আল ফারুখ (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া), আসন নং–২৯৫, এ আসনে যাদের মনোনয়ন বৈধ ও বাতিল হয়েছে—
মনোনয়ন বাতিল:
এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী),গোলাম মওলা (স্বতন্ত্র)।
মনোনয়ন বৈধ:
জিয়াউল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ওবাইদুল কাদের নদভী (বাংলাদেশ খেলাফত মজলিশ),আলমগীর মুহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি),এস. এম. রোকনুজ্জামান খান (গণঅধিকার পরিষদ–জিওপি), মোঃ মাহমুদুল করিম (জাতীয় পার্টি)।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান গণমাধ্যমকে বলেন,
“নির্বাচন আইন ও বিধিমালা অনুসরণ করেই সব প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যেসব প্রার্থীর বিরুদ্ধে আইনগত বাধা বা মামলার জটিলতা রয়েছে, তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। আর যাদের কাগজপত্র সঠিক ও আইনানুগ, তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।”তিনি আরও বলেন, “যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।”
মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কক্সবাজারের চারটি সংসদীয় আসনের মধ্যে বাকি দুইটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হবে।