× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মোহাম্মদ জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

০৩ জানুয়ারি ২০২৬, ১৮:১৫ পিএম । আপডেটঃ ০৩ জানুয়ারি ২০২৬, ১৮:১৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় সীতাকুণ্ডের এল কে সিদ্দিকী স্কয়ারে সীতাকুণ্ড পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পৌর বিএনপির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাবেক কাউন্সিলর মোঃ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ইউছুফ নিজামী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ সলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরছালিন, পৌর বিএনপি নেতা মোঃ আশরাফ, বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি সাজ্জাদ হোসেন রফিক, ছাত্রদল নেতা মোঃ বখতিয়ার ও ইসমাইল সিরাজী।

এ সময় পৌর বিএনপিসহ মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সীতাকুণ্ড স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শাহদাৎ হোসেন। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ দোয়া করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে আজীবন নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। গণতন্ত্র রক্ষার আন্দোলনে তিনি দীর্ঘ সময় ঘরছাড়া থেকেছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন এবং কারাবরণ করেছেন। বক্তারা তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এদিকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সীতাকুণ্ডের বটতল জামে মসজিদ, সীতাকুণ্ড মডেল মসজিদসহ সৈয়দপুর, বারৈয়াঢালা, মুরাদপুর, সীতাকুণ্ড সদর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারী ও সলিমপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মুসল্লিরা তাঁর সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। মোনাজাত শেষে সাবেক কমিশনার মোঃ সেলিমের উদ্যোগে তবারুক বিতরণ করা হয়।

ফৌজদারহাট জলিল গেইট জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন চট্টগ্রাম-৪ আসনের এমপি প্রার্থী লায়ন আসলাম চৌধুরী, এফসিএ। এছাড়াও ১নং সৈয়দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত হযরত শাহ সুফি সৈয়দ ফকির মনুমিয়াজি (রহ.) জামে মসজিদ এবং উত্তর-পূর্ব সৈয়দপুর জামে মসজিদে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.