জুলাই গণ-অভ্যুত্থানে সাভারে পুলিশের গুলিতে নিহত মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী শহীদ শাইখ আসহাবুল ইয়ামিনের হত্যা মামলার অন্যতম আসামি আহমেদ ফয়সাল নাঈম তূর্যকে (৩০) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এই নেতাকে শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দ পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত তূর্য সাভার পৌরসভার মজিদপুর এলাকার মৃত আবু আহম্মেদ পাভেল নাসিমের ছেলে। তিনি এলাকায় আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।
ডিবি পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর থেকেই তূর্য আত্মগোপনে ছিলেন। ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও পানির ট্যাংকির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডিবি উত্তর-এর ওসি মো. সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত তূর্যর বিরুদ্ধে সাভার থানায় ৬টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা এবং একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে। এর মধ্যে এমআইএসটি’র কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইয়ামিন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি তিনি।
তিনি আরও বলেন, "গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। সাভারে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই সাভারের পাকিজা এলাকায় ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও ছাত্রলীগ, হকার্সলীগ,যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কর্মীরা পিস্তল, লাঠি, হকিস্টিক ও দেশীয় অস্ত্র হাতে হামলা চালায়। যোহরের নামাজ শেষে আন্দোলনে যোগ দেন ইয়ামিন। সাভার মডেল মসজিদের সামনে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে গুলি ঠেকাতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। মুমূর্ষু অবস্থায় এপিসির ওপরে তুলে অমানবিক মহড়া শেষে শহীদ ইয়ামিনকে রাস্তায় টেনেহিঁচড়ে ফেলে দেয় পুলিশ।