× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহী ১ ও ২ আসনে যাচাই-বাছাই পনেরো জনের মধ্যে টিকলো নয়জন

রাজশাহী ব্যুরো:

০৩ জানুয়ারি ২০২৬, ১৮:২৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহীতে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রথম পর্বে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) ও রাজশাহী-২ (সদর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

এর মধ্যে রাজশাহী-১ আসনে তিনজনের মনোনয়নপত্র বৈধ এবং তিনজনের অবৈধ ঘোষণা করা হয়। আর রাজশাহী-২ (সদর) আসনে নয়জনের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ এবং তিনজনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ছয়জন। এদের মধ্যে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি শরীফ উদ্দীন, এবি পার্টির আব্দুর রহমান এবং জামায়াতে ইসলামীর মুজিবুর রহমান। এ আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে তিনজন প্রার্থীর। এরা হলেন, স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেক ও আল-সাআদ এবং গণ অধিকার দলের প্রার্থী মির শাহজাহান। এদের মধ্যে তারেক ও আল-সাআদ তাদের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষরের তথ্যে গরমিল ও আয়কর সংক্রান্ত তথ্যে অসঙ্গতি থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও গণ অধিকার পরিষদের প্রার্থী মির শাহজাহানের মনোনয়ন বাতিল করা হয়েছে দলীয় মনোনয়নপত্রে দলের চেয়ারম্যান নুরুল হক নুরের স্বাক্ষরে গরমিল থাকায়।

এদিকে, রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নয়জন প্রার্থী। এদের মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। আর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে মিজানুর রহমান মিনুসহ ছয়জনের।

এ আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টির সাঈদ নোমান, ইসলামী আন্দোলনের মুহাম্মদ ফজলুল করিম, লেবার পার্টির মেজবাউল ইসলাম এবং নাগরিক ঐক্যের মোহাম্মদ সামছুল আলম।

রাজশাহী-২ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন, সালেহ আহমেদ এবং এলডিপির প্রার্থী ওয়াহেদুজ্জামান। এদের মধ্যে শাহাবুদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়েছে সম্পত্তির বিবরণী ফরমে তথ্য ও স্বাক্ষরের ঘাটতি এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরের তথ্যে গরমিল এবং আয়কর রিটার্ন বকেয়া থাকায়। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদের মনোনয়ন বাতিল করা হয় এক শতাংশ ভোটারের স্বাক্ষরের তথ্যে গরমিলের কারণে। আর লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী ওয়াহেদুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়েছে কৃষি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে ঋণ খেলাপি থাকায়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, শনিবার বিকাল ৩টা পর্যন্ত চলা যাচাই-বাছাইয়ে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা এবং হলফনামার তথ্য পর্যালোচনা করা হয়। রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়ন জমা দেয়ায় ভোটের মাঠে রয়েছেন ৩৭ জন প্রার্থী। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.