× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে শীতাতপ নিয়ন্ত্রিত শপিং কমপ্লেক্স ‘সিকিউর সিটি’র শুভ উদ্বোধন

মোহাম্মদ জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

০৩ জানুয়ারি ২০২৬, ১৮:৩০ পিএম । আপডেটঃ ০৩ জানুয়ারি ২০২৬, ১৮:৩০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের সীতাকুণ্ডে আধুনিক ও সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত শপিং কমপ্লেক্স ‘সিকিউর সিটি’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বেলুন ও কবুতর উড়ানো এবং কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই দৃষ্টিনন্দন শপিং কমপ্লেক্সটির উদ্বোধন করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সীতাকুণ্ড পৌরসভার আলীয়া মাদ্রাসার সামনে অবস্থিত শপিং কমপ্লেক্সটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড-এর চেয়ারম্যান মোরশেদুল হাসানের সভাপতিত্বে এবং ভাইস-চেয়ারম্যান আকতার হোসাইন ও আবুল হোসাইনের পরিচালনায় প্রথম পর্বে কোরআন খতম অনুষ্ঠিত হয়। এ সময় প্রকল্প-সংশ্লিষ্ট জমির মালিকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মো. ফোরকান আবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাবেক কমিশনার শামসুল আলম আজাদ ও রায়হান উদ্দীন, পৌরসভা জামায়াতের আমীর হাফেজ আলী আকবর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ সলু, জমির মালিক মনির উল্লাহসহ সিকিউর সিটি নির্মাণে সংশ্লিষ্ট অন্যান্য জমির মালিকবৃন্দ। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোরশেদুল হাসান বলেন,

“সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড দীর্ঘ ১৬ বছর ধরে ঢাকা, চট্টগ্রাম ও সীতাকুণ্ড এলাকায় মোট ৫৩টি আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। এরই ধারাবাহিকতায় সীতাকুণ্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক শপিং কমপ্লেক্স ‘সিকিউর সিটি’ আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু করা হলো।”

তিনি আরও জানান, উদ্বোধন উপলক্ষে শনিবার বিকাল ৩টায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি আগামী ৩ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে পিঠা উৎসব ও লাইফস্টাইল এক্সিবিশন অনুষ্ঠিত হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.