নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে সাহাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিল গাজীর ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় রমজা গাজী জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাহাপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের মানুষের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
পরে তাঁর রুহের মাগফেরাত কামনা ও জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।