“প্রযুক্তি ও মানবতা, কল্যাণ ও সমতার আত্মা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রুমা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস–২০২৬। আজ ৩ জানুয়ারী সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত রুমা উপজেলা পরিষদ হলরুমে রুমা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা ও আত্ম-অনুসন্ধানমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন জনাব ক্ষেমাজন ত্রিপুরা, ফিল্ড সুপারভাইজার, রুমা উপজেলা সমাজসেবা কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ এমদাদুল হক শরীফ, উপজেলা নির্বাহী অফিসার, রুমা। তিনি তাঁর বক্তব্যে বলেন,“সমাজসেবা একটি মানবিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি ক্ষুধামুক্ত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,রুমা থানা ভারপ্রাপ্ত (ওসি) মানস বড়ুয়া। রুমা উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা রাসেল দে। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবা কার্যালয় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বয়স্ক, শিশু, প্রতিবন্ধী ও দারিদ্র্যপীড়িত মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সমাজসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নানান বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে জাতীয় সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরে সকলকে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।